বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের চাপায় আব্দুল হামিদ (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে শহরের ধুনটমোড়ে অবস্থিত একটি হোটেলের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হামিদ উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর দক্ষিণপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি একটি এনজিওর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল হামিদ ইফতারের পর তারাবির নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন। একপর্যায়ে চা-পান করার জন্য হোটেলে যান। পরে সেখান থেকে মসজিদে যাওয়ার জন্য মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এসময় বগুড়াগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই নিহতের পরিবারের লোকজন এসে ঘটনাস্থল থেকে লাশ নিয়ে গেছেন। তাছাড়া তাদের কোনো অভিযোগও নেই। তাই থানায় একটি ইউডি মামলা নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই