কিশোরগঞ্জের ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী মো. কুতুব উদ্দিন (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তিনি স্ত্রী, দুই ছেলে, অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। জুমার নামাজের পর গুরুদয়াল সরকারি কলেজ মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে হয়বতনগর গোরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, কুতুব উদ্দিন কিশোরগঞ্জের কুটির্গীদ্দি একতা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা। তিনি কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত এম. এ বারী খানের জামাতা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন