‘প্রত্যেকে আমরা পরের তরে’ এই প্রতিপাদ্য নিয়ে এবার উদযাপন করা হয়েছে বাংলাদেশ স্কাউট দিবস ২০২২। এ উপলক্ষে নেত্রকোনা জেলা রোভার স্কাউটের উদ্যোগে আনন্দ র্যালিসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে নেত্রকোনা জেলা শহরের কুড়পার এলাকায় আবু আব্বাস ডিগ্রী কলেজ প্রাঙ্গণে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।
কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও রোভার স্কাউট সম্পাদক মো. আমিনুল ইসলাম রিজভি জাতীয় সঙ্গীতের সাথে সাথে পতাকা উত্তোলন করেন।
এসময় জেলার ১৩ টি কলেজের রোভাররা ২৩ টি দলের অংশ নেন। পরে কলেজ চত্ত্বর থেকে আনন্দ র্যালি বের করে প্রধান সড়ক হয়ে আবার কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/নাজমুল