বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ স্কাউটস দিবস ২০২২ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার বিকেল ৩টায় সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ চত্বরে আনুষ্ঠানিকভাবে স্কাউটস ও রোভার পতাকা উত্তোলন করা হয়। পরে আলোচনা সভা ও আনন্দ র ্যালি অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ প্রফেসর নিতীশ বিশ্বাস অনুষ্ঠানসমূহের উদ্বোধন করেন।
বাগেরহাট জেলা স্কাউটস সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল, সম্পাদক অধ্যাপক জাকির হোসেন রিয়াজ, উপজেলা স্কাউটস সম্পাদক প্রভাত কুমার মিস্ত্রী, জেলা সহকারি কমিশনার শারমিন আক্তার এ সময় উপস্থিত ছিলেন।
এ ছাড়াও, উপজেলা স্কাউট লিডার হরিচাঁদ কুন্ডু, কাব লিডার তাসনিম আলম মানজার, প্রভাষক জসিম উদ্দিন, উৎপল হালদার, সিনিয়র রোভার মেট মো. আব্দুল্লাহ এসব অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
বিডি প্রতিদিন/এএ