গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে গেছে। পুড়ে ছাই হয়ে গেছে দোকানের ভেতরে থাকা বিভিন্ন মালামাল।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় শুক্রবার দুপুরে গৌরঙ্গার সাহার পানের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন গবিন্দ সাহা, আব্দল আলীম, আব্দুল লতিফ, সহাদেব সাহা, লিটন সাহার দোকানে ছড়িয়ে পড়ে।
তখন এলাকাবাসী আগুন নেভাতে গিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনের লেলিহানে ৬টি দোকানের ভেতরে থাকা মালামাল পুড়ে যায়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ