বান্দরবান সদর হাসপাতালের টয়লেট থেকে ঝুলন্ত অবস্থায় বিউটি দাশ (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জিয়াউল হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার ৮ এপ্রিল বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
গৃহবধূ বিউটি দাশের স্বামীর নাম চন্দন দাশ। তারা বান্দরবান পৌরসভার কালাঘাটা এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন।
বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) কানন চৌধুরী জানান, হাসপাতাল কর্তৃপক্ষের ফোনকল পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় টয়লেটের পানির পাইপের সাথে গলায় গামছা বাধা অবস্থায় একজনের লাশ উদ্ধার করা হয়।
প্রাথমিক ধারণায় এটিকে আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের আগে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পরিদর্শক কানন চৌধুরী।
বান্দরবান সদর হাসপাতাল সূত্র জানায়, ডায়রিয়ার রোগী হিসেবে বৃহস্পতিবার সকালে এই নারী হাসপাতালে ভর্তি হন। তার সাথে পুত্র ঋত্বিক দাশ ছিলেন। শুক্রবার দুপুরে বাথরুমে গিয়ে ফিরে না আসায় মাকে খুঁজতে গিয়ে ঝুলন্ত দেহ দেখতে পান। পুত্র ঋত্বিক দাশের চিৎকার শুনে হাসপাতালের রোগী এবং তাদের স্বজনরা সেখানে ছুটে যান। পরে তারা কর্তব্যরত ডাক্তার, নার্সদের বিষয়টি জানালে পুলিশে খবর দেয়া হয়।
বিউটি দাশের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বান্দরবান সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ