নাটোরে ট্রাক-ট্যাংকলরী, কাভার্ডভ্যান শ্রমিক ইউয়িনের জেলা অফিসে তালা দেয়া এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শাজাহান খান এমপি ছবি ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১২টায় শহরের কান্দিভিটুয়া আজ শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি মোস্তারুল ইসলাম আলম বলেন, সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে শ্রমিক ইউনিয়নটি পরিচালনা করা হচ্ছে। কিন্তু গত ৭ এপ্রিল হঠাৎ করেই আকরাম হোসেন রওণক, আশা ও আলমগীরসহ বেশ কয়েকজন শ্রমিক নামধারী ব্যক্তি শহরের মাদ্রাসা মোড় এলাকায় সংগঠনটির জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। অবিলম্বে শ্রমিক অফিসের এই অচলাবস্থা নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। অন্যথায় রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির নির্দেশে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ স¤পাদক হাবিবুর রহমান চুন্নু,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ, শ্রমিক নেতা বাপ্পী ।
এ বিষয়ে শ্রমিক নেতা আকরাম হোসেন রওণক বলেন , আমরা কেউ অফিনে তালা দেয়নি বা ছবিও ভাংচুর করিনি । নিজেদের দুর্নীতি অনিয়ম ঢাকতে তারা মিথ্যা অভিযোগ করেছে ।
বিডি প্রতিদিন/এএ