নাটোরের সিংড়ায় আওয়ামী যুবলীগের আয়োজনে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে সিংড়া পৌর যুবলীগের আয়োজনে বাসষ্ট্যান্ড এলাকায় দুই শতাধিক পথচারী, নিম্ন আয়ের মানুষ, সিএনজি চালকের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিংড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস।
যুবলীগের পক্ষ থেকে ইফতার পেয়ে খুশি সেখানকার লোকজন। তারা যুবলীগের এমন উদ্যোগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এসময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন, পৌর সাধারণ সম্পাদক সেলিম রেজা সেন্টু, যুবলীগ নেতা রাশেদ-উল-হক সোহাগ, জনি হাসান লাবু, পৌর কাউন্সিলর তরিকুল ইসলাম তপন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ