খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার খাড়িছড়া থেকে মো. আবদুল কাদের (৪৫) নিখোঁজ হওয়ার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও তাঁর সন্ধান মেলেনি। ফলে তাকে উদ্ধারে শুক্রবার বিকেলে উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। মানববন্ধন থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধারের দাবি জানিয়ে অন্যথায় কঠোর কর্মসূচিতে যাওয়ার আল্টিমেটাম দেন তারা।
শুক্রবার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের আমতলা তিন রাস্তা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের স্থায়ী কমিটি সদস্য ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ আবু তাহের, সংগঠনের আইন সম্পাদক ও লিগ্যাল কমিটির সদস্য সচিব, স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট মো. আলম খান, স্থায়ী কমিটির সদস্য ও খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন, স্থায়ী কমিটির সদস্য ও জেলা কমিটির সহসাধারণ সম্পাদক মো.আবদুল মজিদ, স্থায়ী কমিটির সহ-ভূমি সম্পাদক মো. আবদুল মালেক, এস এম মাসুম রানা, মাটিরাংগা উপজেলা ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম, খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সভাপতি মো.মোকতাদের হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো.জালাল আহম্মেদ, মো. জাহিদ হোসেন, মো. রবিউল হোসেন, প্রচার সম্পাদক পারভেজ আহম্মেদ, রামগড় মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নূর নবী লিডার ও উপজেলা সমন্বয়ক মো. সাহাব উদ্দিন, মো. কাউছার হোসেন, মো. শফিকুল ইসলাম,আনিসুজ্জামান ডালিম, মো. লোকমান হোসেন, এ্যাডভোকেট আলম খান ও অধ্যক্ষ আবু তাহের প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল