একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির (ঘাদানি) জেলা কমিটি গঠন উপলক্ষে নেত্রকোনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের মোক্তারপাড়া জেলা প্রেসক্লাব মিলনায়তনে কমিটির উদ্যোগে সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক কেশব রঞ্জন সরকার। আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাদানির জাতীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও গবেষণা সম্পাদক আসিফ মুনীর তন্ময়।
এছাড়াও সভার মঞ্চে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান খান রতন, মুক্তিযোদ্ধা ইউনিট জেলা সদরের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইউব আলী, সিংহের বাংলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী ও প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান খান।
বিডি প্রতিদিন/এমআই