কুড়িগ্রামের নাগেশ্বরীতে মোটরসাইকেলের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। মৃত নুর আমিন (৩৮) উপজেলার কেদার ইউনিয়নের গোলেরহাট টেপারকুটি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে নুর আমিন বাড়ির পাশের মসজিদে তারাবির নামাজ আদায় করতে যাচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে নুর আমিন গুরুতর আঘাত পান। তাৎক্ষণিক এলাকাবাসী উদ্ধার করে তাকে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে মারা যান তিনি।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল