জয়পুরহাটে বন্ধন ক্রিকেট ক্রীড়া চক্রের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শাপলা নগর এলাকায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন, জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, পৌর কাউন্সিলর মামুনুর রশীদ মামুন, জয়পুরহাট সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুর রশীদ, মওলানা নাজির হোসেন, অ্যাডভোকেট রহুল আমিন ফারুক, জয়পুরহাটে বন্ধন ক্রিকেট ক্রীড়া চক্রের সভাপতি সৈয়দ রাশেদ, সিনিয়র সহসভাপতি মাসুম মন্ডল, সহ সভাপতি রাশেদুর রহমান, সাধারণ সম্পাদক তাপস, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন, নির্বাহী সদস্য তারিকুল ইসলাম, প্রচার সম্পাদ ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি শামীম কাদির।
বিডি প্রতিদিন/হিমেল