মাগুরা সদর উপজেলা পরিষদে আজ মঙ্গলবার সকালে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান করা হয়েছে।
সদর উপজেলা কৃষি অফিস উপশী আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বীজ ও সার বিতরণ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ছিন কবির।
এ সময় ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১৭১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এ প্রণোদনা বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন