পুরনো নিয়মে ভাতা ও পেনশন সুবিধা বহাল রাখার দাবিতে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে রহনপুর রেলস্টেশনে ধর্মঘট পালন করছেন ট্রেন চালক ও রানিং স্টাফরা।
বুধবার সকালে লোকোমাস্টার এবং গার্ডরা কাজে না আসায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানান স্টেশন মাস্টার মির্জা কামরুল ইসলাম।
এদিকে হঠাৎ করে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ায় বিভিন্ন গন্তব্যের শত শত যাত্রীকে চরম ভোগান্তিতে পড়তে হয়।
এক পর্যায়ে যাত্রীরা উত্তোজিত হয়ে ভাঙচুর শুরু করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রহনপুর স্টেশন থেকে ৬টা ২০ মিনিটে ট্রেন ছাড়ার কথা ছিল। কিন্তু ধর্মঘটের কারণে ট্রেন ছেড়ে যায়নি। পরে টিকিটের টাকা ফেরত দেওয়া হয়।
বিডি প্রতিদিন/কালাম