গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি সম্রাট ভূঁইয়াকে গ্রেফতার করা হয়েছে। জেলার কালিয়াকৈর উপজেলার নাওলা উত্তর পাড়া এলাকা নিজ বাসা থেকে বুধবার (১৩ এপ্রিল) রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানান যায়, গত ৬ই ফেব্রুয়ারি জেলা ছাত্রদলের সভাপতি সম্রাট ভূঁইয়ার নামে একটি মামলা হয়। সেই মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তিনি দীর্ঘদিন পলাতক থাকা পর বুধবার দিবাগত রাতে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
কালিয়াকৈর থানার (এসআই) সেকেন্ড অফিসার আজিম হোসেন খান জানান, নিজ বাড়ি থেকে ওয়ারেন্টভুক্ত আসামি জেলা ছাত্রদলের সভাপতিকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ