ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ভোলায় চলছে ৩ দিনব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান। গত ২০ এপ্রিল সদর উপজেলার পৌরবাপ্তা শ্রী শ্রী সর্বতীর্থ ধাম মন্দিরে এ অনুষ্ঠান শুরু হয়েছে। এ অনুষ্ঠান চলবে আগামীকাল ২২ এপ্রিল পর্যন্ত।
অনুষ্ঠানের প্রথম দিন থেকেই ভক্ত ও দর্শনার্থীদের ঢল নেমেছে। দূর-দূরান্ত থেকে আসছেন অসংখ্য দর্শনার্থী। জেলার বাইরে থেকেও বহু ভক্ত ভিড় জমাচ্ছেন। গোটা মন্দির প্রাঙ্গনটি যেন ভক্তদের এক মিলনমেলায় পরিণত হয়েছে।
মন্দির কমিটির সভাপতি অবিনাশ নন্দী বলেন, এটি ২০০ বছরের ঐতিহ্যবাহী একটি মন্দির। প্রতি বছরই এখানে উৎসব হয়ে আসছে, এ বছরও তার ব্যতিক্রম হয়নি। এ বছর ৫৪ তম অনুষ্ঠান হচ্ছে। দূর-দূরান্ত থেকে ভক্তরা আসছেন। তাদের জন্য প্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে।
এর আগে ১ লা বৈশাখ থেকে মঙ্গল স্নান ও শ্রীমদ্ভাগবত পাঠের আয়োজন ছিলো।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন