নোয়াখালীর সূবর্ণচরের পূর্ব চরভাটা গ্রামের ৫নং ওয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে।
নিহত মায়ের নাম কোহিনূর বেগম (৩৫), আর ছেলের নাম ইয়াসিন (৩)। নিহত শিশুর পিতার নাম নেছার উদ্দিন।
চর জব্বর থানার পুলিশ পরিদর্শক মো. শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘পূর্বচর বাটার ৫নং ওয়ার্ডের একটি বাড়ির বাগানে তিন বছরের শিশুটি পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। মা কোহিনূর বেগম তাকে রক্ষা করতে গিয়ে নিজেও তারে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলে মা-ছেলের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ