টাঙ্গাইলের ধনবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের খুঁটির সাথে ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় একজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার রুপশান্তি কুচামারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার যদুনাথপুর ইউনিয়নের হরিপুর গ্রামের আলামিন (১৬) এবং রিপন (১৬)। আহতের নাম আমিনুল ইসলাম (১৪)।
ধনবাড়ী থানার এসআই ইয়ার হোসেন বলেন, হতাহতরা ঈদ উপলক্ষে ঘুরতে ধনবাড়ী থেকে জামালপুরে গিয়েছিলো। পরে তারা জামালপুর থেকে ফেরার পথে দ্রুত গতির মোটরসাইকেলটি রুপশান্তি কুচামারা ব্রিজ পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের খুঁটির সাথে ধাক্কা লাগে। এ সময় তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসা জন্য আমিনুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক