মানিকগঞ্জের সিংগাইর উপজেলার নীলাম্বরপট্টি এলাকায় পূর্বশত্রুতার জেরে মাহমুদুর রহমান রনি (১৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার (৩ মে) উপজেলার নীলাম্বরপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রনি উপজেলার মানিকনগর গ্রামের নয়াব আলীর ছেলে।
নিহত রনির স্বজন ও স্থানীয়রা জানান, ঈদের দিন বিকেলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন রনি। নীলাম্বরপট্টি এলাকায় পৌঁছলে পরিকল্পিতভাবে পেছন থেকে অপর একটি মোটরসাইকেল ধাক্কা দিয়ে তাকে প্রথমে ফেলে দেওয়া হয়। এরপর স্থানীয় যুবক সালমান ও তার সহযোগিরা রনিকে ধারালো অস্ত্র কোপাতে থাকে। প্রাণে বাঁচতে রনি এক বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। কিন্তু সেখানে গিয়েও হামলা চালানো হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্ল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রনিকে হত্যা করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করা হয়েছেন। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ