লালমনিরহাটের কালীগঞ্জ থেকে বিপুল পরিমাণ মাদকসহ দুই বিক্রেতাকে আটক করেছে র্যাব। আটকরা হলেন কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামের আব্দুল হামিদের ছেলে জাকিরুল ইসলাম (৩৫) ও একই গ্রামের আব্দুর রহিমের ছেলে শাহ কামাল (৩৮)।
বুধবার দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব ১৩ জানায়, নিজ বাড়িতে মাদক রেখে বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার কাশিরাম গ্রামের জাকিরুল ও শাহ কামালের বাড়িতে অভিযান চালায় রংপুর র্যাব ১৩ এর একটি দল। দুই বাড়ি তল্লাশি চালিয়ে ৩১৬ পিস ইয়াবা, ৯ কেজি গাঁজা এবং ১৮০ বোতল ফেন্সিডিল জব্দ করে র্যাব। এ সময় বাড়ির মালিক মাদক বিক্রেতা জাকিরুল ইসলাম ও শাহ কামালকে আটক করা হয়।
এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে তাদেরকে পুলিশে সোপর্দ করে র্যাব।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন