চট্টগ্রাম নগরী থেকে বেনুরাম নাথ নামে পুলিশের এক এএসআই’র লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশ ধারণা করছে- অজ্ঞাতনামা কোনো গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে নগরীর ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত বেনুরাম সিএমপি’র দামপাড়া পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।
ইপিজেড থানার ওসি কবিরুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। পরে আমরা নিশ্চিত হই লাশটি এক পুলিশ সদস্যের। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গাড়ি চাপায় ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে গাড়ি চাপায় পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে সেই গাড়ির চালককে আটকের পর বিস্তারিত জানা যাবে। সিসিটিভি’র ফুটেজ সংগ্রহ করে গাড়ি চিহ্নিতের কাজ চলছে। এ দুর্ঘটনার নেপথ্যে অন্য কোন কিছু রয়েছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য কাজ করছে পুলিশ।
বিডি প্রতিদিন/হিমেল