২৫ মে, ২০২২ ১৯:৪৪

পঞ্চগড়ে তিন দিনব্যাপী অভিনয় প্রশিক্ষণ কর্মশালা

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে তিন দিনব্যাপী অভিনয় প্রশিক্ষণ কর্মশালা

পঞ্চগড়ের নাট্যদল ভূমিজের আয়োজনে তিন দিনব্যাপী অভিনয় প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন এ কর্মশালার উদ্বোধন করেন। বুধবার বিকেলে পঞ্চগড় সরকারী অডিটোরিয়াম চত্বরের নাটক পাড়ায় ভূমিজ কার্যালয়ে এই অভিনয় প্রশিক্ষণ কর্মশালা চলছে।

জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৫০ জন প্রশিক্ষনার্থী এ কর্মশালায় অংশগ্রহন করেছে। তিন দিনব্যাপী এ অভিনয় প্রশিক্ষন কর্মশালার মূখ্য প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ দেবেন ভূমিজের প্রতিষ্ঠাতা, নাট্যকার ও নির্দেশক সরকার হায়দার। আরও অনান্য প্রশিক্ষক হিসাবে থাকবেন হাজ্জাজ তানিন, রনি শীল, ও মোস্তাক আহমেদ। 

ভূমিজের নাট্যকর্মী রনী শীল বলেন, করোনা মহামারীর কারণে প্রায় ২ বছর কোন কর্মশালার আয়োজন করতে পারিনি। আমরা আশা করি এ কর্মশালার মাধ্যমে আমরা শহরে নতুন নাট্যকর্মী খুঁজে পাব। যারা এ শহরের নাট্য আন্দোলনের নতুন কর্মী হবে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর