কুড়িগ্রামের ফুলবাড়ীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ঘটেছে। নিহত শিশুর নাম আবু ছাহিদ রাফিন (২)। রবিবার বিকেলের দিকে উপজেলার সদর ইউনিয়নের বজরের খামার গ্রামে ওই শিশুর মৃত্যু ঘটে। শিশুটি বজর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
এলকাবাসীরা জানান, নিহত শিশু ছাহিদ বাড়ীর উঠানে একা খেলা করছিলো। খেলতে খেলতে এক সময় সবার অজান্তে সে বাড়ীর পাশের একটি খালের পানিতে পড়ে ডুবে যায়। পরে তার মা বাড়ীর উঠানে ছেলেকে দেখতে না পেয়ে চিৎকার করতে থাকেন। পরে অনেক জায়গায় খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যাচ্ছিলনা। এক পর্যায়ে বাড়ীর পাশে খালের পানিতে শিশুটির মরদেহ ভেসে থাকতে দেখেন এলাকাবাসীরা। কিছুক্ষণ পর সেখান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএম