মাগুরায় মোটরসাইকেল চোর চক্রের ৮ জন গ্রেফতারসহ ৬টি মটরসাইকেল উদ্ধার করেছে। মাগুরা সদর থানা পুলিশ আজ বিকাল সাড়ে ৩টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, ২৮ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে ২ জনকে ২টি চোরাই মটরসাইকেলসহ গ্রেফতাররের পর তাদের দেয়া তথ্য অনুযায়ী বাকি ৬ জন ও ৪টি মটরসাইকেল আটক করা হয়। তাদের নামে মাগুরা সদর থানায় এ ব্যাপারে মামলা হয়েছে।
আসামীরা হচ্ছে মহম্মদপুর উপজেলার কানুটিয়া গ্রামের নাজমুল হাসান মুন্না (২৮) ও মনিরুল ইসলাম মাজেদ মধু (২৩), একই উপজেলার নিকরহাটা গ্রামের শওকত হোসেন (২১), মাগুরা সদর উপজেলার সাজিয়াড়া গ্রামের জুয়েল রানা (২৪), দূর্গাপুর গ্রামের তুহিন হোসেন (২২), ডেফুলিয়া গ্রামের ইব্রাহিম হোসেন শাকিল (২২), বাটিকাডাঙ্গা গ্রামের সাগর শিকদার (২২) এবং সত্যপুর গ্রামের এনামুল হোসেন তামিম (২০)। এছাড়া একই রাতে ৬টি বাইসাইকেলসহ ৬ জন চোর আটক করে সদর থানা পুলিশ।
বিডি প্রতিদিন/এএ