আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে রাজশাহী মহানগর পুলিশ নগরীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করেছে। সকাল ১০টায় সাহেব বাজার জিরো পয়েন্টে বেলুন ফেস্টুন ও কবুতর অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
এরপর জিরোপয়েন্ট থেকে বর্ণাঢ্য র্যালি শুরু করে রাজশাহী কলেজে এসে শেষ হয়। পরবর্তীতে রাজশাহী কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমির কমান্ড্যান্ট অতিরিক্ত মহাপরিদর্শক আবু হাসান মো. তারিক। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেন। অনুষ্ঠানে পুলিশের বিভিন্ন ইউনিট, সেনাবাহিনী, র্যাব, বিজিবি সদস্যরা অংশ নেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন