তৃণমূল পর্যায়ে অনুর্ধ্ব-১৬ ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচির আওতায় দিনাজপুরে ১০ দিনব্যাপী ভারোত্তোলন প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। এতে ১৬ জন স্কুল শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করবেন।
রবিবার সকাল ১১টায় জাতীয় ক্রীড়া পরিষদের ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা স্টেডিয়ামে এই প্রশিক্ষণ ক্যাম্প ২০২১-২২এর প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের ভারোত্তোলন প্রশিক্ষক শাহরিয়া সুলতানা শুচি প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল