গাজীপুরের শ্রীপুরে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ফরিদপুর গ্রামের নয়নপুরে বাড়ির পাশের আমগাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুজন মিয়া (২০) পাবনা জেলার আতাইকুলা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সুজন নয়নপুর এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন। গতকাল শনিবার কারখানা থেকে এসে রাতের খাবার খেয়ে চাচার সাথে ঘুমিয়ে পড়েন। সকালে তার চাচা অফিসে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে সুজনকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। পরে বাড়ির বাইরে আমগাছে গলায় রশি প্যাঁচানো অবস্থায় সুজনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক