গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। রবিবার এ দুর্ঘটনা ঘটে। নিহত নির্মাণ শ্রমিক সাইফুল ইসলাম (৪৫) চাপাইনবাবগঞ্জ জেলার সদর থানার শালকাঠি এলাকার ইকরামুল ইসলামের ছেলে। সাইফুল স্থানীয় শহীদুলের বাড়ি ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করতো।
পূবাইল থানার এস আই আব্দুল আওয়াল জানান, রবিবার সকালে সাইফুল মহানগরের পূবাই থানা এলাকায় কারখানার তৃতীয় তলায় কাজ করছিল। এক পর্যায়ে পাশে থাকা বৈদ্যুতিক তারে শক লেগে তিনি তৃতীয় তলা থেকে নীচে পড়ে গুরুত্বর আহত হন। এসময় সাইফুলের ছেলে ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম