নেত্রকোনার মোহনগঞ্জে দুর্ঘটনা কবলিত একটি পিকআপ ভ্যান থেকে ১০ বস্তা অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়েছে প্রশাসন। ওই ভ্যানের চালক ও সহকারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা চত্বরে জালগুলো পোড়ানো হয়। এরআগে সকালে পৌরশহরের নওহাল ফায়ার সার্ভিস স্টেশনের সামনের সড়কের পাশের নিচু জমিতে পিকআপ ভ্যানটি পড়ে যায়।
এতে পিকআপ ভ্যানে থাকা চালক মনির হোসেন ও সহকারী মো. রবিন আহত হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আর এতে থাকা অবৈধ কারেন্ট জাল প্রশাসনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাব্বির আহম্মেদ আকুঞ্জি বলেন, অবৈধ কারেন্ট জালগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন