গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী পোশাক কারখানার এক বিদ্যুৎ কর্মী নিহত হয়েছেন। নিহত আমিনুল ইসলাম (৪৮) জেলার জয়দেবপুর থানার ভাওয়াল মির্জাপুর আংগুটিয়া চালা এলাকার মৃত আব্দুল করিমের ছেলে। রবিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মহানগরের সালনা ওভারবীজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
জিএমপি সদরথানা সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম রবিবার সকালে মোটরসাইকেল যোগে নিজ বড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিল। পথে ঢাকা - ময়মনসিংহ মহাসড়কে মহানগরের সালনা ওভার ব্রিজের দক্ষিন পাশে পৌছলে একটি অজ্ঞাত কাভার্ডভ্যান পিছন থেকে আমিনুলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় আমিনুল পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। স্বজনদের দাবির প্রেক্ষিতে নিহত আমিনুলের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের হস্তান্তর করা হয়েছে। কাভার্ডভ্যানটি আটকের জন্য পুলিশের অভিযান আব্যাহত আছে।
বিডি প্রতিদিন/এএম