বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “তামাক মুক্ত পরিবেশ, সুস্বাস্থ্যের বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে স্থানীয় সার্কিট হাউজ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটি আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম।
এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. শাহীন, সিভিল সার্জন ডাক্তার মো. একরাম উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমুখ।
সভায় বক্তারা তামাকের ব্যবহার কমিয়ে আনতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা গড়ে তোলার ওপর সকলকে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর