কুড়িগ্রাম জেলা শহরের পুরাতন স্টেশন পাড়ার জলিল বিড়ি কারখানায় কর্মরত অনার্স পড়ুয়া ছাত্র বাপ্পীর হত্যাকারী খোকনকে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে দিনব্যাপী সড়ক অবরোধ করেছে পুরাতন স্টেশনপাড়াস্থ এলাকাবাসীরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাপ্পীর নিজ এলাকার বিক্ষুব্ধ জনতা পুরাতন স্টেশনপাড়াস্থ চৌরাস্তা মোড় থেকে শুরু করে কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত পুরো সড়কে বিক্ষোভ প্রদর্শন করে এবং টায়ার জ্বালিয়ে সড়কে অবস্থান নেয়। দুপুর গড়িয়ে গেলেও কোন পুলিশ সদস্য কিংবা প্রশাসনের পক্ষ থেকে কেউ না আসায় বিক্ষুব্ধ জনতার ক্ষোভ ক্রমেই বাড়তে থাকে। এতে ওই সড়কে জেলার নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও ফুলবাড়ী ৩ উপজেলার রিকশা, অটোরিকশা, ট্রাক ও বাসসহ বিভিন্ন যান চলাচল বন্ধ থাকে।
বিক্ষোভকারীদের দাবী, অভিযুক্ত খোকন জলিল বিড়ি কারখানার মালিক কুড়িগ্রাম-২ আসনের সাংসদ পনির উদ্দিন আহমেদের মামাত ভাই হওয়ায় ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও আসামিকে গ্রেফতার করতে ব্যর্থ হয় পুলিশ। ফলে বিক্ষুব্ধ বিড়ি শ্রমিক ও এলাকাবাসীরা কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের রিভারভিউ স্কুল মোড়ে বাপ্পীর লাশ নিয়ে অবস্থান কর্মসূচি পালন করতে থাকে।
এমতাবস্থায় বিকাল সাড়ে ৪টার দিকে কয়েকজন পুলিশ সদস্যসহ সাংসদের মেজ ছেলে আবু সুফিয়ান পাভেল ও এমপির ছোট ভাই সেখানে এলে অবরোধকারীরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। শেষে বাপ্পীর পরিবারের দায়িত্বসহ খুনির দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকাবাসীরা। এরপর বিকাল ৫টার পর জানাজা শেষে নিহত বাপ্পীর লাশ শাপলা চত্বরের কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, গতকাল সোমবার (৩০ মে) কুড়িগ্রাম পৌর এলাকার পুরাতন স্টেশন পাড়ায় জলিল বিড়ি কারখানায় কর্মরত দু’জন শ্রমিকের মধ্যে ঝগড়ার জেরে বাপ্পীকে (২২) বিড়ির টিস্যু কাটার ছুড়ি দিয়ে ঘাড়ে কুপিয়ে হত্যা করে অপর শ্রমিক খোকন মিয়া (৩২)।
বিডি প্রতিদিন/আবু জাফর