চাঁদপুরে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার আটক মাদক ব্যবসায়ীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-জনি (৩৫), রাসেল ঢালী (২৩) ও সাদ্দাম প্রধানিয়া (৩০)।
জানা যায়, সোমবার রাতে সদর উপজেলার উত্তর আশিকাটি গ্রামে শাহজাহান মালেকের মালিকানাধীন স’ মিলের সামনে থেকে পুলিশ তাদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা পাওয়ায় তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে চাঁদপুর সদর মডেল থানার এসআই রাশেদুজ্জামান, এএসআই আবু হানিফ ও সাখাওয়াত হোসেন সঙ্গীয় পুলিশ সদস্য গিয়ে ইয়াবাসহ তাদের আটক করে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই