আওয়ামী লীগের ন্যক্কারজনক সভা আহ্বানের প্রতিবাদে রাজবাড়ী জেলা বিএনপির ব্যানারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের পৌরসভা এলাকার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কমিটি ১০ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। এরই মাঝে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও শোক র্যালির আয়োজন করার কথা ছিল।
কিন্তু, আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচির দিনে রাজবাড়ীতে স্থানীয় আওয়ামী লীগ ষড়যন্ত্রমূলক ও সুপরিকল্পিতভাবে আমাদের কর্মসূচি বানচাল করার উদ্দেশ্যে একটি কর্মসূচি ঘোষণা করেছে। এতে জেলাব্যাপী ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা সংঘাত এড়াতে আমাদের কর্মসূচি স্থগিত করেছি। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মো. আসাদুজ্জামান, মো. আফসার আলী সরদার, মো, নঈম আনসারী, মো. গাজী আহসান হাবীবসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ ও জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে মঙ্গলবার বিকাল ৩টায় শেখ হাসিনার অব্যাহত উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য আন্দোলনের নামে বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস ও অপরাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ করে রাজবাড়ী পৌর আওয়ামী লীগ। জেলার শহীদ স্মৃতি চত্বরে পৌর আওয়ামী লীগের সভাপতি মো. উজির আলী শেখের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ বক্তব্য রাখেন।
প্রতিবাদ সভায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে প্রতিবাদ সভায় উপস্থিত হয়। এদিকে দুই দলের কর্মসূচিকে ঘিরে জেলার বিভিন্ন স্থানে কঠোর অবস্থান নেয় রাজবাড়ী জেলা পুলিশের সদস্যরা।
বিডি প্রতিদিন/আবু জাফর