টাঙ্গাইল জেলার সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৩ বস্তায় চাল উদ্ধার করেছে র্যাব-১২। মঙ্গলবার টাঙ্গাইল সদর উপজেলার শাহানশাহগঞ্জ বাজারস্থ সিলিমপুর ইউনিয়ন পরিষদের সামনে মেসার্স রাকিব হোসেন হৃদয়ের গুদাম ঘরের ভিতরে অভিযান পরিচালনা করে ১৩ বস্তা চাল উদ্ধার করা হয়। এ সময় মো. আব্বাসকে (৬০) আটক করা হয়।
স্থানীয়রা জানায় যে, চাল বেশি মুনাফা লাভের আশায় অবৈধভাবে সংগ্রহ করে মজুত করে বেশি দামে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজনের নিকট বিক্রয় করে আসছে।
আসামির বিরুদ্ধে টাঙ্গাইল জেলার সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা যায়।
বিডি প্রতিদিন/এএম