জামালপুর-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ৬০টি আসন কমানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জামালপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলন ও সম্মিলিত সামাজিক আন্দোলন।
মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক উৎপল কান্তিধর, এম.এ জলিল, হাফিজ রায়হান সাদা, হিল্লোল সরকারসহ অন্যান্য।
এ সময় বক্তারা বলেন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো যখন দীর্ঘদিন ধরে ট্রেনের আসন বৃদ্ধির জন্য আন্দোলন করছে তখন আসন না বাড়িয়ে উল্টো তিস্তা ট্রেনের ৬০টি আসন কমিয়ে দেয়া হয়েছে। অবিলম্বে ট্রেনের আসন বৃদ্ধির পাশাপাশি ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধ, রেলওয়ের যাত্রী সেবার মান বৃদ্ধি ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তনের দাবি জানান বক্তারা।
বিডি প্রতিদিন/ফারজানা