বিশ্ব তামাক দিবস উপলক্ষে ‘তামাক মুক্ত পরিবেশ, সুস্বাস্থ্যের বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শক্তিশালী তামাক কর নীতি প্রণয়ন করার দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের বকুলতলা চত্বরে বিএনটিটিপি ও বাটার আয়োজনে এবং জাতীয় যক্ষা নিরোধ সমিতি নাটার জামালপুরের সহযোগিতায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জাতীয় যক্ষা নিরোধ সমিতি নাটাবের সভাপতি তানভীর আহমেদ হীরার সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. আনিছুর রহমান, টিআইরির এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসেন, কবি সাযাযদ আনসারি, সাংবাদিক খন্দকার ফুয়াদ হোসেন, ব্রিটিশ কাউন্সিলের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর সফিকুজ্জামান সফি প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ