ব্রাহ্মণবাড়িয়ায় চালের বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে জেলা শহরের আনন্দবাজারে জেলা প্রশাসন ও জেলা খাদ্য অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়।
অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুপুরে আনন্দবাজারের চালের দোকানগুলোতে অভিযান চলাকালে প্লাস্টিক বস্তায় চাল রাখার দায়ে আবুল খায়ের এন্টার প্রাইজকে ১০ হাজার টাকা এবং চাল এক মাসের বেশি সময় ধরে মজুত রাখায় শামীম এন্টার প্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন জানান, চালের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/আবু জাফর