মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কৃষাণ-কৃষাণী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি গ্রোগ্রাম ফেজ-২ প্রজেক্টের আওতায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমীন মোনালিয়া সুইটির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়।
বিষেশ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফয়াজুল কবির, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষক শামছুদ্দির আহম্মেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিপন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শসশের খাঁন, জেলা ফরটিলাইজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অনুকুল চন্দ্র দাশ। বক্তব্য রাখেন কৃষক জহর লাল সরকার, শেখ সবুজ আলী, আমেনা খাতুন ও শিরিন আক্তার।
সম্মেলনে উপজেলার নয়টি ইউনিয়ন থেকে সিআইজি (কমন ইন্টারেস্ট গ্রুফ) কমিটির ১৫৫ জন কৃষক অংশ নেন। এর মধ্য পুরুষ কৃষক ১০২ জন ও নারী কৃষক ৪৮ জন। এ উপজেলায় কৃষকদের ৯০টি সিআইজি কমিটি রয়েছে। এর সদস্য সংখ্যা ১৮০০ জন।
উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমীন মোনালিয়া সুইটি বলেন, এই প্রকল্পটি বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত হচ্ছে। সিআইজির কমিটির সদস্যভুক্ত কৃষকদের চাহিদার ভিত্তিকে এ প্রকল্প থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়। এতে করে কৃষকরা তাদের ইচ্ছেমতো ফসল ফলাতে পারে। এই প্রকল্প থেকেই চাহিদা অনুযায়ী ভর্তুকির মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি যন্ত্রপাতি, বীজ, সার, প্রদশর্নী প্লট ও কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এমআই