বরিশালে অটোরিকশা চালক জাকির হোসেন হত্যার দায়ে তিন সহোদর ভাইকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৩ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কেএম রাশেদুজ্জামান রাজা আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্তরা হলো- নগরীর কাশীপুর ইছাকাঠি গ্রামের লতিফ মাঝির ৩ ছেলে মো. কামাল মাঝি, মো. জামাল মাঝি ও মো. ফিরোজ মাঝি। পেশায় তারা অটোরিক্সা চালক।
জেলা জজ আদালতের নাজির মো. জাকির হোসেন জানান, ২০২০ সালের ৮ মে অটোরিক্সায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাদীর ভাই জাকির হোসেনের সাথে আসামিদের ঝগড়া হয়। এর জের ধরে ওইদিন দুপুরে নগরীর বিমানবন্দর থানার কাশীপুর ফিশারী রোডের সন্মুখে জাকির হোসেনকে বেদম মারধর করে আসামিরা। এতে জাকির অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেলে প্রেরন করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহত জাকিরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই আমীর হোসেন বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে আদালতে ১৭ জনের সাক্ষ্যগ্রহন শেষে ওই দণ্ডদেশ দেন বিচারক।
বিডি প্রতিদিন/এএম