দিনাজপুরে মূল্য তালিকা বিহীন ব্যবসা পরিচালনা ও অস্বাস্থ্যকর পরিবেশে প্রক্রিয়াজতকরণের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে জরিমানা আদায়সহ সতর্ক করেছেন ভোক্তা অধিকার অধিদপ্তর। বুধবার দুপুরে দিনাজপুর শহরের পুরাতন বাহাদুর বাজার এলকায় এ অভিযান চালিয়ে জরিমানা ও সতর্ক করেন ভোক্তা অধিকার অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি। এসময় জেলা বাজার কর্মকর্তা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন ।
ভোক্তা অধিকার অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি জানান, দিনাজপুরের বাহাদুর বাজার এলাকায় মুল্য তালিকা বিহীন ব্যাবসা পরিচালনা যৌন উত্তেজক সিরাপ বিক্রির অপরাধে দীপ্ত ট্রেডার্সকে ৫ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে তেঁতুল প্রক্রিয়াজাত করায় রমজান স্টোরকে ৭ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় কল্লোল স্টোরকে ২ হাজার টাকা জরিমানা আদায়সহ সতর্ক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ