আক্রমণাত্মক ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাঈফ মাহমুদ জুয়েলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে সদর মডেল থানায় এ অভিযোগ দায়ের করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৪ মে একটি সমাবেশে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের জুয়েল তার বক্তব্যে বলেন, ‘দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রয়োজনে গণতন্ত্রের প্রয়োজনে আবারও ৭৫-এর হাতিয়ার হয়ে আমাদের গর্জে উঠতে আমরা প্রস্তুত আছি'। তার এই বক্তব্য বিভিন্ন মিডিয়ায় প্রচার করা হয়। এই বক্তব্যের সমর্থন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাঈফ মাহমুদ জুয়েল। তারা আক্রমণাত্মক বক্তব্যের মধ্য দিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। মামলার অভিযোগে সাক্ষী করা হয়েছে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলসহ ৯ জনকে।
মামলার বাদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতা জুয়েল ও ছাত্রদল নেতা জুয়েল ৭৫-এর হাতিয়ার গর্জে ওঠার কথা বলে জাতির পিতাকে সপরিবারে হত্যার কথাই মনে করিয়ে দিয়েছে। এতে করে আমরা মনে করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একপ্রকার হুমকিই দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া না হলে আবারও বড়ো কোনো নৃশংস ঘটনা ঘটতে পারে। তাই অভিযোগ দায়ের করেছি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, আমরা একটি অভিযোগ পেয়েছি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে। আমরা তা যাচাইবাছাই করছি। এনিয়ে ঊর্ধ্বতন কর্মকতাদের সাথে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই