ফরিদপুরে নিন্ম মানের চাল দিয়ে ভোক্তাদের সাথে প্রতারণা এবং বেশি দামে চাল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদানসহ চাল জব্দ করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা। বুধবার দুপুরে শহরের চক বাজার এলাকায় বিভিন্ন চালের দোকান এবং গোডাউনে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ, খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কৃষি বিপনন কর্মকর্তারা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
এসময় নিন্মমানের চাল নতুন ভাবে বস্তাজাত করে ভোক্তাদের সাথে প্রতারনা করায় মেসার্স সোহেল খাদ্য ভান্ডরের একটি গোডাউন বন্ধ করে দেয়ার পাশাপাশি গোডাউনের ৪০ বস্তা চাল জব্দ করা হয়। এসময় গোডাউনের মালিককে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া বাজারের মেসার্স জয় গোবিন্দ সাহা খাদ্য ভান্ডারকে অতিরিক্ত চাল মজুদসহ নানা অনিয়মের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানাসহ সাময়িক সতর্ক করা হয়।
ফরিদপুর জেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সোহেল শেখ এর নেতৃত্বে অভিযান পরিচালনায় অংশ নেয় জেলা খাদ্য কর্মকর্তা কাজী সাইফুদ্দীন, জেলা সিনিয়র খাদ্য বিপনন কর্মকর্তা মো: শাহাদাত হোসেন, জলা সেনেটারী ইনেসপেক্টর বজলুর রশীদসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।
অভিযান শেষে জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সোহেল শেখ বলেন, হঠাৎ করে জেলায় চালের বাজার অস্থির হয়ে উঠায় জেলা প্রশাসকের নির্দেশে শহরের চালের বাজারসহ চালের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এসময় মেসার্স সোহেল খাদ্য ভান্ডারে চালের দাম বেশি রাখা এবং গোডাউনে রাখা খাবারের অনুপোযোগী মানহীন চাল নতুন করে বস্তাবন্দী করে ভোক্তাদের সাথে প্রতারণা করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সেই গোডাউনের ৪০ বস্তা চাল জব্দ করাসহ গোডাউন বন্ধ করে দেয়া হয়। একইসাথে বাজারের আরেক ব্যবসায়ী জয় গোবিন্দ সাহার গোডাউনে অতিরিক্ত চাল মজুদ রাখা এবং নানা অনিয়মের দায়ে তাতেও ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় বাজারের সকল চাল ব্যবসায়ীকে সাময়িক সতর্ক করা হয়। আগামীতে কোন ব্যবসায়ী অতিরিক্ত দামে চাল বিক্রি করলে অর্থদন্ডসহ জেল প্রদান করা হবে।
বিডি প্রতিদিন/এএম