ফেনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের একটি কনভেনশন হলে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ফেনী সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দাউদ মো. গোলাম মোস্তফা, স্থানীয় সরকার উপ-পরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, পিবিআই ফেনীর পুলিশ সুপার আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফরজানা।
অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন স্থানীয় সরকার (অতিরিক্ত দায়িত্ব) চট্রগ্রাম বিভাগের পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন ফেনীর বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল