ছেলের সাথে মোটরবাইকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুরে রোগী দেখে ফিরার পথে সড়কে পড়ে গিয়ে ট্রাকচাপায় নিহত হয়েছেন মোছা. জাহেদা বেগম নামে এক নারী। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকার খোকন মৌলভীর মোড়ে মোটারবাইক থেকে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নারী মোছা. জাহেদা বেগম(৫২) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউপির ঘোড়াবান্দা গ্রামের কাজিপাড়ার মো. সাইদুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানায়, বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকার খোকন মৌলভীর মোড়ে ছেলের মোটরবাইক থেকে পড়ে পিছন থেকে আসা ট্রাকের চাপায় মোছাঃ জাহেদা বেগম নিহত হয়। তিনি তার ছেলের মোটরসাইকেলে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুরে এক রুগীকে দেখে বাড়ী ফিরছিলেন।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম