বগুড়ার ধুনট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তৌহিদুল আলম মামুনের বিরুদ্ধে গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে ধুনট বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একই দলের নেতাকর্মীরা তার বিরুদ্ধে অভিযোগ তোলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ধুনট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক মণ্ডল বলেন, ধুনট উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মতিন মণ্ডলের নেতৃত্বে ২০২১ সালে ধুনট উপজেলার ১০টি ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কিন্তু গত কয়েক মাস আগে আব্দুল মতিন মণ্ডলের মৃত্যুর পর ১ নম্বর সদস্য হিসেবে তৌহিদুল আলম মামুনকে ক্ষমতা দেওয়া হয়।
কিন্তু ক্ষমতা পাওয়ার পরই তৌহিদুল আলম মামুন বিএনপির কোনো সভা না করে এবং কোনো সদস্যকে না জানিয়ে কয়েকটি ইউনিয়নের বর্তমান অনুমোদিত কমিটি বাতিল করে তার নিজের পছন্দের লোক দিয়ে কমিটি সাজিয়ে প্রচার করেছে।
আব্দুল খালেক মণ্ডল আরও অভিযোগ করেন, তৌহিদুল আলম মামুন সাংগঠনিক ক্ষমতাপ্রাপ্ত হওয়ার পরও ৩০ মে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী পালন করেনি।
এ ব্যাপারে তৌহিদুল আলম মামুন বলেন, রাজনৈতিক কারণে কিছু নেতা ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তবে তিনি দাবি করেন, দলকে গুছিয়ে নিতেই ইউনিয়ন কমিটি শক্তিশালী করার উদ্যোগ নিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ধুনট পৌর বিএনপির আহ্বায়ক হায়দার আলী মণ্ডল, যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন, সদস্য আলিমুদ্দিন হারুন মণ্ডল, ধুনট উপজেলা বিএনপির সদস্য মাহবুবুর রহমান ফিরোজ, এনামুল হক শাহীন, মোকফিজুর রহমান বাচ্চু, শরাফত জামান পাশা, হায়দার আলী হিন্দোল, আব্দুল কাইয়ুম টগর, গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, গোপালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান শহীদ বাদশা, এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, কালেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রকিবুল হাসান কাজল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আফাজ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক রঞ্জু, শ্রমিকদলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই