টাঙ্গাইলের ভুঞাপুরে শিক্ষকের ওপর হামলার ঘটনায় দুইজনকে আটক করেছে টাঙ্গাইল র্যাব। বুধবার সকালে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে টাঙ্গাইল জেলার ভুঞাপুর থানাধীন নিকরাইল ইউনিয়নের পুনর্বাসন এলাকা থেকে ওই দুইজনকে আটক করা হয়।
আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গত রবিবার দুপুরে মাদরাসার মেয়েদের কমন রুমের কাছে টয়লেটের উপর দিয়ে উঁকি মারছিল ওই দুই তরুণ। ঘটনাটি ওই মাদরাসার শিক্ষকরা টের পেলে দু’জনের মধ্যে একজন পালিয়ে যায় এবং আরেকজনকে ধরে অফিস কক্ষে নিয়ে যায় শিক্ষকরা এবং তার কৃতকর্মের জন্য সবার কাছে ক্ষমা চাইতে বলে।
গত সোমবার (৩০ মে) দুপুরে ওই মাদরাসার শিক্ষক নজরুল ইসলাম ও মুন্নাফ টিফিনের সময় নামাজ পড়তে যাওয়ার সময় এক নম্বর ও দুই নম্বর পুনর্বাসনের মাঝামাঝি কমিউনিটি ক্লিনিকের কাছে পৌঁছালে অভিযুক্ত তরুণরা ৮-১০ জনের একটি দল নিয়ে শিক্ষক নজরুল ইসলামকে মারার জন্য পথ আটকায়। একপর্যায়ে তারা তাকে রড ও ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে মাথায় ও হাতে আঘাত করে আহত করে। পরে এলাকাবাসী ও শিক্ষকরা তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বিডি প্রতিদিন/নাজমুল