প্রতিদিন এক গ্লাস দুধ পান করুন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন- স্লোগানে নাটোরে "বিশ্ব দুগ্ধ দিবসে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সাড়ে ১১টার দিকে নাটোর জেলা পরিষদের অনিমা চৌধুরী অডিটোরিয়াম হলের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে র্যালিটি পুনরায় অডিটোরিয়াম হল এর সামনে শেষ হয়।
পরে হল রুমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। অন্যন্যের মধ্য বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শামীম আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান মো. সাজেদুর রহমান খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোহসিন আলীসহ বিভিন্ন পর্যায়ের খামারিরা। দিবসটি উপলক্ষে রচনা, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় ১৫ জন শিশুকে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএম