নরসিংদীর মেঘনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ফাহিম (১৮) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সম বয়সীদের সঙ্গে বাড়ির পাশের নতুন লঞ্চঘাটে কাছে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। নরসিংদী ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীর দুই কিলোমিটার এলাকায় ৪ ঘণ্টা ধরে চেষ্টা চালিয়েও তার সন্ধান পায়নি। পরে সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, নিখোঁজ ওই কিশোর বন্ধুদের সাথে লঞ্চঘাটে ঘুরতে আসে। পরে নদীতে করতে গোসল নামে। পানিতে নামার পর সবার অগোচরেই সে পানিতে তলিয়ে যায়। সঙ্গীদের সবাই গোসল সেরে নদীর পাড়ে উঠে টের পান যে, ফাহিম নেই। তারা তাৎক্ষণিক আবার পানিতে নেমে যে যার মতো তাকে খুঁজতে থাকে। না পেয়ে স্থানীয়রা কিশোরের পরিবার ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।
নরসিংদী ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীর দুই কিলোমিটার এলাকায় ৪ ঘণ্টা ধরে চেষ্টা চালিয়েও তার সন্ধান পায়নি। পরে সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এএম