কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাটমুরা পাড়া এলাকায় র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে ৪ বছর ধরে আত্মগোপনে থাকা ১০ বছরের সাজাপ্রাপ্ত জাফর আলম (৪৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে। তিনি উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমুরা পাড়া এলাকার মৃত আব্দুল কাদের হোসেনের ছেলে।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল. এন্ড মিডিয়া) মো. বিল্লাল উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আজ বুধবার ভোরে র্যাব-১৫ এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাটমুরাপাড়া এলাকা থেকে ১০ বছরের সাজাপ্রাপ্ত জাফর আলমকে (৪৫) গ্রেফতার করে। তিনি বিগত ৪ বছর ধরে গ্রেফতার এড়ানোর জন্য ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিলেন।
তিনি আরও জানান, আদালত কর্তৃক ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, খুলনার হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গ্রেফতারকৃত আসামির ১০ বছরের সাজা দেয় আদালত। এছাড়াও তার বিরুদ্ধে টেকনাফ থানায় ২টি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর